Model 02

নিরাপদ বাহন / Safe E-Rickshaw / Smart E-Rickshaw

AL-Bari Automobiles & Engineering এর সময়োপযোগী, সামাজিক ও জাতীয় স্বার্থে একটি প্রজেক্ট—যার লক্ষ্য হলো অননুমোদিত, অপরিকল্পিত ডিজাইনের ঝুঁকিপূর্ণ ইলেকট্রিক রিকশার একটি নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব বিকল্প উপস্থাপন করা।

নিরাপদ বাহন - Safe E-Rickshaw

প্রজেক্ট পরিচিতি

Project Name: নিরাপদ বাহন / Safe E-Rickshaw / Smart E-Rickshaw

Project Developer: AL-Bari Automobiles & Engineering (Soft-Tech Technology এর একটি অঙ্গ প্রতিষ্ঠান)

ঠিকানা (Soft-Tech Technology): MT Building, Level-13, Software Technology Park, Jashore-7400

কোম্পানি ও প্রেক্ষাপট

AL-Bari Automobiles & Engineering মূলত Soft-Tech Technology এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। Soft-Tech Technology দীর্ঘ ৬ বৎসর যাবৎ বাংলাদেশের আইটি সেক্টরে কৃতিত্বের সাথে কাজ করে আসছে। যার মাধ্যমে in-house ও ক্লায়েন্ট বেইজড যে কোন ধরনের ছোট-বড় ওয়েবসাইট, সফ্টওয়্যার সহ নানান ধরনের টেক পণ্য উদ্ভাবন ও বিক্রয় করা হয়।

Soft-Tech Technology এর সফলতার ধারাবাহিকতায় কাজের পরিধি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের বাজারে বর্তমানে চাহিদার শীর্ষে থাকা অটোমোবাইলস সেক্টরে কাজ করার প্রয়াস নিয়ে AL-Bari Automobiles & Engineering এর ব্যানারে “নিরাপদ বাহন / Safe E-Rickshaw / Smart E-Rickshaw” নামে একটি নতুন প্রজেক্টের কাজ শুরু হয়েছে।

অভিজ্ঞতা: Online marriage registration system, Ghotok bd.com, E-Witter, Nano-Tech Production Technology, Electric vehicle infotainment system, All in one PC & Brand PC ইত্যাদি।

AL-Bari Automobiles & Engineering এর উদ্দেশ্য

AL-Bari Automobiles & Engineering, Soft-Tech Technology এর একটি স্বতন্ত্র সক্ষমতা ভিত্তিক ডেভেলপমেন্ট প্রজেক্ট—যেখানে বাংলাদেশের বাজার, রাস্তার কন্ডিশন ও আবহাওয়ায় চলার উপযোগী বিশ্বমানের যানবাহন ডেভেলপ, উৎপাদন ও বাজারজাত করা হবে।

এই উদ্যোগের একমাত্র উদ্দেশ্য শুধু মুনাফা অর্জন নয়। বরং স্বল্প মুনাফার পাশাপাশি দেশের চাহিদা পূরণের জন্য বহির্বিশ্ব থেকে যানবাহন আমদানীর উপর নির্ভরতা কিছুটা হ্রাস করে, যানবাহনের মূল্য সকলের ক্রয়ক্ষমতার মধ্যে এনে দেশের বৈদেশিক মুদ্রার অপচয় রোধ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে সক্রিয় অবদান রাখা।

প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য

দেশীয় বাজারের চাহিদা, বাস্তবতা ও পরিবেশের কথা মাথায় রেখে আধুনিক ও মানসম্মত যানবাহন উদ্ভাবন, উৎপাদন ও বাজারজাত করাই এই প্রজেক্টের মূল লক্ষ্য।

বর্তমানে “টেসলা” নামে অভিহিত অননুমোদিত, অপরিকল্পিত ডিজাইন এবং প্রয়োজনের অতিরিক্ত পাওয়ার সম্বলিত মারাত্মক ঝুঁকিপূর্ণ ইলেকট্রিক বাংলা রিকশা প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ে জনজীবনের জন্য হুমকি তৈরি করছে। অন্যদিকে, আরও নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবস্থা ছাড়া প্রচলিত রিকশা চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা অসম্ভব ও অমানবিক—কারণ বহু মানুষের জীবিকা ও স্থানীয় চলাচল এই বাহনের উপর নির্ভরশীল।

এই বাস্তবতা সামনে রেখে AL-Bari Automobiles & Engineering ইতোমধ্যে একটি অটো রিকশার ডিজাইন করেছে, যা তুলনামূলক অনেক নিরাপদ, আধুনিক এবং পরিবেশবান্ধব।

সুবিধাসমূহ

নিরাপত্তা, টেকসইতা, এবং স্মার্ট ডিজাইনের সমন্বয়

বর্তমানে প্রচলিত রিকশার ত্রুটি ও ঝুঁকিগুলো নিরূপণ করে, ডিজাইনের সময় সমস্যাগুলোকে পর্যায়ক্রমে সমাধান করার লক্ষ্য নেওয়া হয়েছে—নান্দনিক ডিজাইনের পাশাপাশি একাধিক নিরাপত্তা ফিচারের সমন্বিত রূপ আমাদের Smart E-Rickshaw।

Limit Speed Lower Ground Clearance Proper Center of Mass Smart Lock System IOT Controlling

টেকনিক্যাল

আমাদের উদ্ভাবিত রিকশার টেকনিক্যাল বৈশিষ্ট্যসমূহ

মূল বৈশিষ্ট্যগুলো নিচের টেবিলে উপস্থাপন করা হলো।

SL বৈশিষ্ট্য বিস্তারিত
01 Electric আমাদের উদ্ভাবিত রিকশাটি সম্পূর্ণ ইলেক্ট্রিক হওয়ায় চালকের কায়িক পরিশ্রম নেই বললেই চলে। যার ফলে যে কোন বয়সের চালক এটি খুব সহজেই চালাতে পারে।
02 Long Range Back-Up আমাদের রিকশায় ব্যবহার করা হয়েছে খুবই শক্তিশালী ব্যাটারি। যার ফলে এক চার্জে প্রায় ১২০+ কিলোমিটার চলতে পারবে নিশ্চিন্তে।
03 Powerful Motor রিকশাতে ব্যবহার করা হয়েছে ৭৫০ ওয়াটের ৪৮ ভোল্ট মোটর। যেটি তিন জন যাত্রী ও একজন চালক মোট চারজনকে নির্বিঘ্নে বহনের জন্য উপযুক্ত। যথাযথ হিসাব-নিকাশের মাধ্যমে মোটরের যথার্থ পাওয়ার নির্ধারণ করা হয়েছে—যাতে প্রয়োজনের কম শক্তি যাত্রায় বিঘ্ন না ঘটায় এবং অতিরিক্ত শক্তি অপচয়/দুর্ঘটনার কারণ না হয়।
04 Easy & Safe drive প্রয়োজনীয় শক্তি যথাযথ নিরূপণ ও বাস্তবায়নের কারণে আমাদের রিকশা বাজারে প্রচলিত রিকশার তুলনায় ৭০% বেশি নিরাপদ এবং চালানো/নিয়ন্ত্রণ করা সহজ।
05 3 Wheeler প্রথাগত রিকশার ঐতিহ্যকে ধরে রাখতে আমরা ব্যবহার করেছি তিন চাকা। যেটির কারণে রিকশার অনুভূতি অক্ষুণ্ন থাকবে ও ঐতিহ্য বজায় থাকবে।
06 Lower Ground Clearance প্রচলিত রিকশা (টেসলার) এক্সিডেন্টের মূল কারণই অপরিকল্পিত ডিজাইন—যেখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকায় ভরকেন্দ্রের ভারসাম্য ঠিক না থাকায় প্রায়ই উল্টে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে। আমাদের রিকশার গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রাইভেট কারের মতো—এতে যাত্রী ওঠা সহজ এবং উল্টে দুর্ঘটনার সম্ভাবনা অনেকাংশে কম।
07 Limit Speed রিকশা দুর্ঘটনার অন্যতম কারণ অতিরিক্ত গতি। তাই মোটর কন্ট্রোলারকে প্রোগ্রাম করে সর্বোচ্চ গতি নিয়ন্ত্রণ করা হয়েছে ৩৫ কিলোমিটার পর্যন্ত—যেটি পায়ে চালানো রিকশার গতির সমতুল্য।
08 On Steering Traffic Indicator & Lights Controlling প্রাইভেট কার/প্রফেশনাল যানবাহনের মতো indicators light সহ সকল ট্রাফিক signals—এটার মাধ্যমে শহরের রাস্তায় গাড়ি চালানো হবে আরও সহজ ও নিয়ন্ত্রিত।
09 Smart & Attractive Design প্রথাগত রিকশার ডিজাইন অক্ষুণ্ন রেখে যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ, নিরাপদ, রুচিশীল ও দৃষ্টিনন্দন করে করা হয়েছে ডিজাইনটি—যেটি বর্তমান ও ভবিষ্যতে এক অনন্য মেলবন্ধন।
10 Automated Hood Controlling পরবর্তী সংযোজন হিসেবে রিকশার হুডকে অটো অন/অফ করার সুবিধা যুক্ত করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে।
11 Lithium Ion Battery আমরা ব্যবহার করেছি Lithium Ion Battery—যার Charging Cycle লিড-অ্যাসিড ব্যাটারির থেকে বেশি হওয়ায় নিশ্চিন্তে ন্যূনতম ৫ বছর চলবে সমান গতিতে।
12 Proper Calculated & Verified Center of Mass Proper Engineering Rules ফলো করে ডিজাইন—যেখানে পুরো রিকশার ভরকে সমানুপাতিক হারে ডিস্ট্রিবিউট করে সামঞ্জস্য নিশ্চিত করা হয়েছে; ফলে এটি অনেক বেশি নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ।
13 Professional Shock absorber দেশের রোড কন্ডিশনের উপর ভিত্তি করে সহায়ক ও আরামদায়ক Professional Shock absorber ব্যবহার করা হয়েছে।
14 Metal Structure রিকশার পুরো চ্যাসিস ডেভেলপ করা হয়েছে মেটাল দিয়ে—যেটা শক্ত ও দীর্ঘস্থায়ী।
15 Fiber Glass Body বডি ডিজাইন করা হয়েছে Fiber Glass দিয়ে—সুন্দর ফিনিশিংয়ের পাশাপাশি বডিটি হবে মরিচারোধী ও দীর্ঘদিন ব্যবহারযোগ্য।
16 Smart Lock System চুরি হওয়া থেকে নিরাপদ রাখতে অতি আধুনিক Lock System ব্যবহার করা হয়েছে।
17 IOT Controlling Live tracking, Anti-theft locking, Location tracking, SOS-emergency calling, Accident detection & information sending সহ গুরুত্বপূর্ণ ফিচারগুলো ব্যবহারের লক্ষ্য রয়েছে।
18 Billing Based on Meter যাত্রীদের ভাড়া সংক্রান্ত ভোগান্তি কমাতে পরবর্তী সংযোজনে Billing Based on Meter যুক্ত করার পরিকল্পনা রয়েছে—যাতে প্রতি কিলোমিটার নির্দিষ্ট হারে ভাড়া প্রদানে যাত্রীরা সহজে যাতায়াত করতে পারে।

সর্বোপরি আমাদের উদ্ভাবিত ইলেকট্রিক অটো রিকশা আধুনিক, মানসম্মত, রুচিশীল, নিরাপদ ও ফিউচারিস্টিক হওয়ায় বর্তমানে দেশের জাতীয় সমস্যা “টেসলা” রিকশার বিকল্প হিসেবে দেশব্যাপী গ্রহণযোগ্য ও অপরিহার্য হবে বলে আশা রাখি।

বাজার

সম্ভাব্য বাজার ও ডিস্ট্রিবিউশন

স্থানীয় স্বল্প দূরত্বে চলাচলে রিকশা শহরের জন-জীবনের জন্য অপরিহার্য। এই বাস্তবতা সামনে রেখেই বাজার সম্ভাবনা মূল্যায়ন করা হয়েছে।

লোকাল বাজার

ডিলার নিয়োগ অথবা শো-রুম স্থাপনের মাধ্যমে এই রিকশা ব্যাপক হারে বিক্রয় করা যাবে।

সিটি কর্পোরেশন / পৌরসভা

অনেক শহরে “টেসলা” রিকশা নিয়ন্ত্রণ করা কঠিন হওয়ায় বিকল্প ব্যবস্থা ছাড়া কার্যকর সমাধান সম্ভব নয়। যেহেতু আমাদের রিকশার মূল্য প্রচলিত রিকশার মতোই রাখার লক্ষ্য, তাই সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো বিকল্প হিসেবে গ্রহণ করতে পারে।

ডিলার পয়েন্ট

দেশের বাজারে বহু সংখ্যক ইজিবাইক আমদানিকারক ও ডিলার পয়েন্ট আছে। দেশীয় উদ্ভাবনে আন্তর্জাতিক মানের নিরাপদ রিকশা পেলে তারা আগ্রহী হবে—নিয়মিত সরবরাহ নিশ্চিত হলে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় সোর্স থেকে সংগ্রহ করতে পারবে।

সেবামূলক এনজিও

আস্-সুন্নাহ্ ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে বাল্ক কোয়ান্টিটিতে রিকশা সরবরাহ করে—এখানে বাল্ক ডেলিভারির সুযোগ রয়েছে।

বাজার দর (প্রাথমিক ধারণা)

আমাদের উদ্ভাবিত রিকশার দাম প্রচলিত রিকশার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই নির্ধারণ করা হবে। বর্তমানে প্রচলিত ই-রিকশার দাম, কোয়ালিটি, ব্যাটারী ক্যাপাসিটি ও মোটরের শক্তির উপর নির্ভর করে ৬০ হাজার থেকে ৭৫–৮০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। যেখানে আমাদের উদ্ভাবিত রিকশার প্রাথমিক দাম ধরা হয়েছে ৮০ হাজার–৮৫ হাজার (সর্বোচ্চ ভেরিয়েন্ট)। পরবর্তীতে হ্রাসের কথা মাথায় রেখে কাজ করা হচ্ছে।

ক্লায়েন্টদের জন্য প্রেজেন্টেশন

আপনি চাইলে এই পেজের কন্টেন্টকে আপনার অফিসিয়াল ব্রোশিওর/প্রেজেন্টেশনের ফরম্যাটে (PDF/PowerPoint) সাজিয়ে নেওয়া যাবে—এই ওয়েব পেজটি সেই তথ্যগুলোকে ক্লায়েন্ট-ফ্রেন্ডলি আকারে তুলে ধরছে।